ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সাতক্ষীরায় ১৩ মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত


৪ জানুয়ারী ২০২০ ০০:৫৪

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ দাবী নিহত ব্যক্তি খুন ও ডাকাতির ১৩ মামলার আসামি। সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতার মধ্যবর্তী স্থানে বৃহস্পতিবার(২ জানুয়ারি) মধ্যরাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (৪০) সে মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলির ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলির ছেলে জাকির হোসেনকে (৪০) পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার মধ্যরাতে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে পুলিশ তার অস্ত্রভান্ডার তল্লাশিতে যায়। তিনি জানান এ সময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’ইপক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নতুনসময়/আইকে