ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের পা হারানোর প্রতিবাদে মানববন্ধন


৩ জানুয়ারী ২০২০ ০৮:৪১

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র শিমুলের এক পা হারানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বকুল ,০১নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল করিম ফজের, ০২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাদি মিঠু, সহকারি প্রধান শিক্ষক অজয় কুমার দাস সহ স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী।

উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর এসএসসি পরীক্ষার্থী আরাফাত আব্দুল্লাহ শিমুল বনপাড়া-হাটিকুমরুল মহা সড়কের ফিডার রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার এক পা হারান। বর্তমানে শিমুল ঢাকা পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন।