চাকরি দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা আত্মসাত

কাস্টমসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোঃ আকবর আলী ওরফে নিজাম মাস্টার (৪৮) এবং মাহাবুব মন্ডল (৫০) নামের দুইজন প্রতারক এক গরিব কৃষকের ছেলেকে চাকরি পাইয়ে দিবে বলে তার নিকট হতে হতে প্রায় ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গরিব কৃষক মোঃ মোস্তফা মন্ডল (৪২) বাদী হয়ে রাজশাহীর মোহনপুর থানায় নিজাম মাস্টার এবং মাহাবুব মন্ডলের বিরুদ্ধে গত ০৫/১১/১৯ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করে। বাদী মোঃ মোস্তফা মন্ডল হল মোহনপুর থানার বাকশিমইল গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে। তার ছেলের নাম মোঃ শফিকুল ইসলাম (২৩)। আসামীদ্বয় মোঃ মোস্তফা মন্ডলকে ভুল বুঝাইয়া তার ছেলেকে কাস্টমস এ চাকরি পাইয়ে দিবে বলে গত ১৩/০৫/১৯ ইং তারিখে একটি ভুয়া নিয়োগপত্র হাতে ধরিয়ে দেন এবং নগদ ৭ লক্ষ টাকা তার নিকট হতে নেন। পরবর্তীতে সেই নিয়োগপত্রসহ আসামীদ্বয় শফিকুল ইসলামকে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে রেখে পালিয়ে যান। পরে শফিকুল ইসলামের বাবা মোস্তফা মন্ডল আসামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা তাকে পাত্তা দেয় না।ভুক্তভোগী মোস্তফা মন্ডল বাধ্য হয়ে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ আসামীদ্বয়কে গতকাল আটক করে জেল হাজতে প্রেরণ করে। আসামীদ্বয় হল মোহনপুর থানার খয়রা গ্রামের মোঃ তাহের মন্ডলের ছেলে মোঃ আকবর আলী ওরফে নিজাম মাস্টার এবং মৃত মেরু মণ্ডলের ছেলে মোঃ মাহাবুব মন্ডল।