ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সড়কের পিকআপ উল্টে পুকুরে, ৩ জনের মৃত্যু


২ জানুয়ারী ২০২০ ২২:২৮

লক্ষ্মীপুর-নোয়াখালীর চৌমুহনী মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পিকআপ উল্টে পুকুরের পানিতে ডুবে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পবিার ( ২ জানুয়ারি) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিক, খোরশেদ ও মফিজ উল্লাহ। আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া পিকআপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নতুনসময়/আইকে