২ বাসের মাঝে প্রাণ গেল ট্ট্রাফিক কনস্টেবলের

ভিক্টর ক্লাসিক পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে জীবন গেল এক ট্রাফিক কনস্টেবলের। সেই ট্রাফিক কনস্টেবলের নাম হেমায়েত হোসেন (৫০)। তিনি ঢাকার বাহাদুরশাহ শাহ পার্কের সামনে দায়িত্ব পালন করছিলেন। সেখানে ঘুরানো হচ্ছিল ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস। একই পরিবহনের আরেকটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময়ে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। এরপরও একটি বাস টান দিলে চাকার নিচে পিষ্ট হন পুলিশের ওই সদস্য। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে দুর্ঘটনার পর দুপুরের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, বাহাদুরশাহ পার্কের চারপাশের সড়ক ঘিরে অবৈধভাবে বাস টার্মিনাল গড়ে উঠেছে। ভোর থেকে সকাল পর্যন্ত সেখানে নিয়ন্ত্রনহীনভাবে চালকেরা বাস রাখেন। মঙ্গলবার ভিক্টর পরিবহনের একটি বাস পেছনে ঘুরানোর সময়েই ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ভিক্টর পরিবহনের বাসটি চালকসহ আটক করেছে।