ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সিংড়ার ঐতিহ্যবাহী দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


৩০ ডিসেম্বর ২০১৯ ০৮:০৬

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় ক্রীড়াঙ্গনের জন্মদাতা ঐতিহ্যবাহী “দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠান” এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে স্মৃতি সম্মাননা প্রদান ও আলোচনা সভায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের অন্যতম সদস্য এ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম তাপস, রাবিক হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলসহ অনুষ্ঠান স্থল সদস্যর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আহবায়ক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, ১৯৯০ সালে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক নেতৃত্বে সিংড়ার ক্রিকেট ক্রীড়াঙ্গনে দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের জন্ম হয়। প্রতিষ্ঠাকালীন একশ আটজন সদস্য থাকলেও বর্তমানে প্রায় এর সদস্য সংখ্যা তিন শতাধিক। আর প্রতিষ্ঠার পর থেকেই দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের সদস্যরা বিভিন্ন সামাজিক উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচি, বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।