আশুলিয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ হাতে কম্বল পৌঁছে দেওয়ার জন্য রাতের আধারে তার কর্মীদেরকে সাথে নিয়ে পৌছে দেন শীতের কম্বল।
কম্বল পেয়ে অসহায় মানুষগুলো খুশিতে সাইফুল চেয়ারম্যান কে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন। এদিগে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কালে সহযোগিতায় ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ হাসান মন্ডল ও ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন- মন্ডলসহ আরো অনেকেই ।
সারা দেশের মতো আশুলিয়ায়ও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ তিন হাজারো দরিদ্র-বৃদ্ধ নারী ও পুরুষ ও শ্রমিকদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন।
জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে।
তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যানমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের এগিয়ে আসার আহ্বান জানান , তিনি আরো জানান জনগনের পাশে আছি থাকবো যতদিন আমার হাতে এই ক্ষমতা থাকবে ততদিন আমি ধামসোনা ইউনিয়ন বাসিকে আমার এই সেবা অব্যাহত থাকবে ।