গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ির ২০টি রুম

গাজীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকায় অগ্নিকাণ্ডে বসতবাড়ির ২০টি রুম পড়ে গেছে। শনিবার সকালে শ্রীপুর পৌরসভার কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতবাড়িতে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দমকলকর্মীরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। বসতঘরগুলোতে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থেকে কাজ করতেন।