ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


হাত-পা বেঁধে যুবককে পেটানো সেই আ’লীগ নেতা গ্রেফতার


২৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৮

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতন চালানো সেই দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির। তিনি দুই দলেরই ইউনিয়ন কমিটির পদে রয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র। তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে কুমিল্লা মুরাদনগর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।