ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


আশুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন


২৭ ডিসেম্বর ২০১৯ ০৯:১৯

ছবি সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শীতার্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে কম্বল বিতরন করেন সাবেক ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক। বুধবার বিকালে নিশ্চিন্তপুরে তার কার্যালয়ে দুই শতাধিক শীতার্তকে এই শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন। এসময় পরিমন নেছা ইসলামিয়া মাদ্রাসার শতাধিক এতিম শিশুকেও শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন।
সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সামাজের প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও হত দরিদ্রদের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়াতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির আদর্শ নিয়ে যারা রাজনীতি করছেন তারা কখনো দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেনা। প্রধানমন্ত্রী দিনরাত দেশের উন্নয়ন ও দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করে যাচ্ছেন। তাই বিত্তবানদের উচিত হত দরিদ্রদের পাশে দাড়িয়ে তাদের সহায়তা করা।
পরিমন নেছা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি শরিফুল ইসলাম বলেন, পবিত্র কোর’আনেও তাগিদ করা হয়েছে এতিম ও অসহায়দের সহায়তা করার। যারা এতিম ও অসহায়দের প্রতি সহায়তার হাত প্রসারিত করেন তাদের প্রতি রয়েছে সুসংবাদ। তিনি আরও বলেন, অত্র মাদ্রাসার সভাপতি ও ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল মালেক আজ এতিদের মাঝে যেসব শীত বস্ত্র বিতরন করেছেন তার জন্য তাকে শুধু ধন্যবাদ জানালে ছোট করা হবে। তার মতো সমাজের প্রতিটি বিত্তবান মানুষ এইভাবে এগিয়ে আসলে সত্যিই এই দেশটা সোনার বাংলায় রূপান্তিরিত হবে।
কম্বল বিতরনকালে তার স্ত্রী মরিয়ম বেগমসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।