ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


মাদক ব্যবসায়ীর ফেন্সিডিল বিক্রির ছবি ভাইরাল


২৭ ডিসেম্বর ২০১৯ ০৮:২৯

বগুড়ার ধুনটে শাহাদৎ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর ফেন্সিডিল বিক্রির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার আগে ‘সবুজ ঘাস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেন (৪৫) ধুনট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অফিসার পাড়া (আদর্শপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, পেশায় শাহাদৎ ট্রাক চালক সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। সে নিজেরে মালিকানাধীন ট্রাক ব্যবহার করে হিলি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে গোপনে সংরক্ষণ করে।

পরবর্তিতে ফেন্সিডিল গুলো ধুনট ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। ২০১৫ সালে জয়পুরহাট সদর থানা এলাকায় ফেন্সিডিল বোঝাই ট্রাকসহ শাহাদৎ হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায় শাহাদৎ। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় দায়েরকৃত ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টস এর ২৫-বি (বি) ধারায় তারা বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ধুনট থানায় ২০১৮ সালে জুয়া আইনে দায়েরকৃত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১৪ মে ধুনট থানা পুলিশ শাহাদৎ হোসেনকে নিজের বাড়ির পাশ থেকে দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় ধুনট থানায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘদিন কারাবাসের পর জামিনে আসে শাহাদৎ হোসেন। তারপর থেকে আবারো ফেন্সিডিল বিক্রি শুরু করে।

ধুনট শহরের মাদকসেবীদের কাছে খুচরামূল্যে ফেন্সিডিল বিক্রি করে শাহাদৎ। মোবাইল ফোনে ক্রেতার চাহিদা গ্রহণ করতো সে। পরে নিজের পরনের লুঙ্গীতে পেঁচিয়ে নিয়ে চলতো শাহাদৎ। নির্ধারিত জায়গায় পৌছে ক্রেতার হাতে পৌছে দিতো ফেন্সিডিল। সে বর্তমানে ধুনটে ফেন্সিডিলের সবচেয়ে বড় কারবারী। এদিকে ছবিতে দু’বোতল ফেন্সিডিল ক্রেতার হাতে তুলে দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে শাহাদৎ। অন্যহাতে সে ক্রেতার হাত থেকে এক হাজার টাকার একাধীক নোট নিচ্ছে। ধারনা করা হচ্ছে, ক্রেতা ফেন্সিডিল ক্রয়ের সময় দৃশ্যটি মোবাইল ফোনে গোপনে ২৫ সেকেন্ডের ভিডিও ধারন করেছে। সেই ভিডিও থেকে ৬টি ছবি তৈরী করে ফেসবুকে পোস্ট করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘শাহাদৎ হোসেন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে একাধিকবার মাদকদ্রব্যসহ পুলিশ তাকে গ্রেফতার করেছে। সর্বশেষ সে জামিনে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারো ফেন্সিডিল বিক্রি শুরু করেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। তিনি আরও জানান, ফেসবুকে পোস্ট হওয়া ফেন্সিডিল বিক্রির দৃশ্যটি তিনি দেখেছেন।

নতুনসময়/আইকে