ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


ভাটারায় হাত-পা বাঁধা ৬ বছরের শিশুর রহস্যময় লাশ উদ্ধার


২৭ ডিসেম্বর ২০১৯ ০৮:০৩

রাজধানীর ভাটারায় শিকদার জামে মসজিদের পাশের একটি বাসা থেকে হাত ও পা বাঁধা অবস্থায় একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিচয় পাওয়া যায় নি এখনো। শিশুটির বয়স আনুমানিক ছয় বছর। ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ভাটারা থানার পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

ভাটারা থানার ডিউটি অফিসার এস আই আলি হাসান জানান, আমরা সংবাদ পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠাই। এরপর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনই এই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয়। উপযুক্ত তদন্ত শেষে সব জানা যাবে।

নতুনসময়/আইকে