অবশেষে ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুললেন সিফাত

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মী সালেহউদ্দিন সিফাতের কয়েকটি ছবি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব ছবিতে তাকে তাকে ছুরি হাতে দেখা গেছে। তবে এসব ছবি ফানি ভিডিওর স্ক্রিনশট বলে দাবি তার। সালেহউদ্দিন সিফাতের দাবি, তাকে নিয়ে গুজবে রটনা করা হচ্ছে। মূলত এসব ছবি একটি ফানি ভিডিওর স্ক্রিনশট। এ বিষয়ে একটি ভিডিও আপলোড করেছেন সিফাত।
সিফাত বলেন, ‘ছবির ওই ছুরিটা একটা চপিং নাইফ। আমরা রমজানে একটা ইফতার পার্টি করেছিলাম। রান্নার দায়িত্ব আমাদের কয়েকজনের ওপর ছিল। তখন মজা করে এই ভিডিওটি বানানো হয়েছিল। আর এরা আমাকে কি বানিয়ে দিল?’ তিনি বলেন, ‘চন্দ্রনাথ পাহাড়ে লাঠি হাতে উঠছিলাম। ওঠার সময় ২০ টাকা দিয়ে এই লাঠি কিনেছিলাম। সবাই গ্রুপ ফটো তুলছিলাম। আর সেই লাঠির ছবি পোস্ট করে ছাত্রলীগের কর্মীরা আমাকে লাঠিয়াল বানিয়ে দিল।’
কী কারণে তাকে নিয়ে এমন মিথ্যা রটানো হয়েছে এমন প্রশ্নে সিফাতের দাবি, ইস্যু ঘুরিয়ে আসল ব্যাপারটি ঢাকতে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে। ২২ ডিসেম্বর ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার নিন্দায় যখন দেশবাসী সোচ্চার, তখন বিষয়টি অন্যদিকে প্রবাহ করতে তারা এতটা নিচে নেমেছে। ফেসবুকে সালেহউদ্দিন সিফাত একটি স্ট্যাটাসে বলেন, যদি অসহনীয় প্রেশারের কারণে আমার মৃত্যু হয়, তবে তার দায়ভার নেবে সেসব ব্যক্তিরা যারা আমার সালাদ কাটার ছবিকে এবং পাহাড়ে উঠার ছবিকে ভুলভাবে উপস্থাপন করছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, বন্ধুদের সাথে ইফতারের আগে সালাদ বানানোসহ রান্না করার দায়িত্বে ছিলো সিফাতসহ তার কয়েকজন বন্ধু। তখন মজা করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলো। ইস্যু ঘুরাতে গুজব বাহিনী এই ছবি দিয়ে খেলায় মেতেছে।
নতুনসময়/আইকে