র্যাব-৪এর অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিপিসি-২, র্যাব-৪ এর অভিযানে সাভার মডেল থানা এলাকা হতে (১৫৫০ বোতল) ফেন্সিডিল, ০১ টি মিনি ট্রাক, ০৩ টি মোবাইল সেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। বর্তমানে দেশে অর্থের লোভে বিপদগামী উঠতি বয়সের যুবকরাও এ ধরণের সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকান্ডে ও মাদক ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এবং পেশাদার সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী হয়ে উঠছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় ২৬/১২/২০১৯ তারিখ আনুমানিক সকাল ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি নীল রঙের মিনি কাভার্ড ভ্যান (যাহার রেজিঃ নাম্বারঃ রাজ মেট্রো-ন-১১-০১৯৫) এর সাহায্যে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল বহন করে ঢাকা অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে ইং বৃহস্পতিবার সকাল ০৭.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইউসুফ টাওয়ার, ৩৫/দিলকুশা এর সামনে ঢাকা- আরিচা মহাসড়কের উপর তল্লাশী অভিযান পরিচালনা করে ১৫৫০ বোতল ফেন্সিডিল, ০১ টি মিনি ট্রাক, ও তিনটি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ী ১) মোঃ সেলিম (২৭), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- ভাটাপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ও ২) মোঃ রাব্বানী (২৪), পিতা- মোঃ মোজাম্মেল ওরফে মোজাফফর, সাং- নাজিরপুর, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।