ভিপি নুরের ওপর হামলা: মামলা ডিবিতে হস্তান্তর

ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। হস্তান্তর করায় এখন থেকে এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে ডিবি। এর আগে সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি করা হয় ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়।
তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদদীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয়। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন রিমান্ডে আছেন। তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্য এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত৷
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রোববার ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা হয় ডাকসু ভবনে৷ ভিপির কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় নুরের সঙ্গে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। নুরসহ আহতদের অভিযোগ, ছাত্রলীগ এ হামলায় সরাসরি অংশ নেয়। এদিকে, ডাকসু ভবনে মোট নয়টি সিসি ক্যামেরা রয়েছে৷ কিন্তু হামলার দিনের সিসি ক্যামেরার ফুটেজ এরইমধ্যে গায়েব হয়ে গেছে৷
নতুনসময়/আইকে