ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


লালমনিরহাটে চলন্ত বাসে যাত্রীকে যৌন হয়রানী, সুপারভাইজার আটক


২৬ ডিসেম্বর ২০১৯ ১০:০৩

ছবি প্রতীকী

চলন্ত বাসে যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঢাকা-বুড়িমারী গামী ডিআর এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার বাবু মিয়া(৩৫) কে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা।

আটককৃত সুপারভাইজার বাবু মিয়া হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মকবুল হোসনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে ডি,আর এন্টার প্রাইজের যাত্রী হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল ওই মেয়ে। পথিমধ্যে তার পাশে বসা যাত্রী হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় নেমে যায়। তখন ওই বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসে এবং তার গায়ের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় ওই বাসের অন্য যাত্রীরা দেখে ফেললে সুপাভাইজারকে ধরে মারধর করে এবং বাসটি ঘুন্টির বাজার এলাকায় আসলে সুপারভাইজারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে মঙ্গলবার রাতে এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাবুকে আটক করে আজ দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।