ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


গ্যাসের আগুণে প্রাণ গেল গৃহবধুর


২৬ ডিসেম্বর ২০১৯ ০৮:০২

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে গ্যাসের আগুণে প্রাণ গেল আরেফা বেগম (৩৮) নামের এক গৃহবধুর। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারুয়াখালী ইউনিয়নে পশ্চিম ঘোনাপাড়ায় এই ঘটনা ঘটে। আরেফা ওই এলাকার আলী আহমদের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ারম্যান মামুন হোসেন জানান-সিল্ডিন্ডারের তারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের আগুণে মারা যায় ওই গৃহবধু। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুণ নিভানোর আগেয় মারা যায় গৃহবধু আরেফা। এসময় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও জানান তিনি।