ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


আমরা কি বাংলাদেশের নাগরিক না, প্রশ্ন নুরের বাবার


২৪ ডিসেম্বর ২০১৯ ০১:০১

ডাকসু ভিপি নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার প্রশ্ন তুলেছেন, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের উপর কেন এই অনধিকার চর্চা করা হয়? বাংলার মাটিতে এরকম অমানবিক ঘটনা আর না ঘটে তার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সঠিক বিচার দাবি করেন।রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নুরের বাবা বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক তার নাগরিক অধিকার আছে এবং সেই সুবাদে সে ভিপি হয়েছে। বারবার কেন তার উপরে এই নিপীড়ন-নির্যাতন হয়? পাঁচ-ছয় দিন আগেও তার উপর নির্যাতন হয়েছে। আজকে তারপর তিনবার হামলা করা হয়েছে। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। ডাকসুর ভিপি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ পদ। তার উপরে বারবার কেন এধরনের অতর্কিত হামলা হবে? আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এর সঠিক বিচার করেন। প্রসঙ্গত, ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। রোববার বেলা ১টার দিকে এ হামলা চালানো হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন বলে জানা গেছে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়ছেন। হামলার প্রায় ৪৫ মিনিট পর নুরসহ আহত ছাত্রদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নতুনসময়/আইকে