নালিতাবাড়ীতে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অপরাধে চার জনকে দশ হাজার টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বাঘবেড়, বনকুড়া এবং নন্নী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন।
এসময় পলিথিন রাখার দায়ে ইউএনও এক ব্যবসায়ীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে ২ হাজার ও অপর ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, এসি ল্যান্ড কর্তৃক পলিথিনের রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার ও ভোক্তা অধিকার আইনে অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করেন ।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুনসময়/আইকে