ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


কুতুবদিয়ার হারুন মেম্বার পুলিশের হাতে আটক


২৩ ডিসেম্বর ২০১৯ ২২:৫৬

ছবি সংগৃহীত

বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ডন সাইফুল করিমের অন্যতম সহযোগি একাধিক মামলার পলাতক আসামী কুতুবদিয়ার হারুন মেম্বারকে ঢাকা থেকে আটক আটক করেছে পুলিশ। তার আস্তানা একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও একই ইউনিয়নের শান্তির বাজার এলাকার বারেক উল্লাহর পুত্র। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ফেরদৌস জানান-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মুখে গা ঢাকা দিয়েছিল ইয়াবা ডন সাইফুলের অন্যতম সহযোগি এই হারুন মেম্বার। সর্বশেষ ২২ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে আটক করে কুতুবদিয়া থানার একদল পুলিশ। পরে সোমবার ভোররাতে তাকে নিয়ে কুতুবদিয়াস্থ তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান ওসি ফেরদৌস। তিনি আরো জানান-হারুন মেম্বার নিহত ইয়াবা ডন সাইফুল করিমের সহযোগি হিসেবে টেকনাফ থেকে ইয়াবার চালান কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেত। এরই সুবাদে হারুন টেম্পু গাড়ির হেলপার থেকে আজ বিপুল সম্পদের মালিক বনে গিয়েছে।