রৌমারিতে মাদকের দুই বড় ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রৌমারি থানার মাদকের বড় দুই ব্যবায়ীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিশেষ এক গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলো হাসিবুল হাসান বিজয় ও শিপন আলী। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার প্রেক্ষিতে ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীসহ অন্যান্য গোয়েন্দা কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা দেশের বিভিন্ন উপজেলায় নজরদারি শুরু করেছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা বিজিবিকে অবহিত করলে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।