ঈদের বাজারের মতো শীতের কাপড় বিক্রিতে ধুম!

দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত প্রাবাহের প্রভাবে এখন তীব্র শীতে কাঁপছে দেশ। সারাদেশের মতো রাজধানীতেও বেহাল দশা। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। হাড়কাঁপানো শীতে জমে উঠেছে শীতের কাপড় বিক্রি। রাজধানীর নিউমার্কেটে শীতের কাপড় কিনতে ক্রেতাদের প্রচন্ড ভিড়। রাজধানীর নিউমার্কেট সরেজমিন গিয়ে দেখা যায়, শীতের কাপড় কিনতে যেমন ভিড় দোকানে তার চেয়ে বেশি ভিড় রয়েছে ফুটপাতের দোকানে।
শুধু রাজধানী নয় বাইরে থেকেও শীতের কাপড় কিনতে ঢাকায় আসছেন ক্রেতারা। নিউমার্কেট এসে পছন্দের এবং সাধ্যমত দামে ক্রেতারা তাদের পণ্য কিনতে পারে তাই একটু বেশি-ই ভিড় হয় নিউমার্কেটে। সব বয়সের মানুষের জন্য নানা রকম শীতবস্ত্রের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। শীত বাড়তে থাকায়, বিভিন্ন ধরণের দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। স্থানীয়ভাবে তৈরি ও দেশের বাইরের থেকে আমদানি করা শীত পোশাক ঝুলিয়ে ও থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। খুচরা পর্যায়েও জমজমাট ব্যবসা। শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ব্যবসা।
রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরো কদিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। আল আমিন নামে এক দোকানী বলেন, শীত আসার পর থেকে শীতের কাপড় বিক্রি হচ্ছে, কিন্তু চার পাঁচ দিন ধরে ক্রেতাদের অনেক ভিড় বেড়েছে। তিনি বলেন, ক্রেতাদের চাপ এতোটাই বেড়েছে যে রাত ১১টা পর্যন্ত পোশাক বিক্রি হয়। এখন অন্য কাপড়ের চেয়ে শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে।
শীতের কাপড় কিনতে পরিবারের লোকজন নিয়ে গাবতলী থেকে এসেছেন রুবেল রহমান। তিনি বলেন, আমার পরিবারের কয়েকজন মিলে নিউমার্কেট এসেছি শীতের কাপড় কিনতে। সকলের জন্য কিনেছি। আজকে ছাড়াও গতকাল গত পরশুও শীতের কাপড় কিনেছি। গাবতলী থেকে এতদূর কেন আসছেন জানতে চাইলে তিনি বলেন, এখানে পছন্দের পোশাক পাওয়া যায়। তাছাড়া সাধ্য মতো দামেও কাপড় পাওয়া যায়, তাই এখানে আসছি।
চাঁদপুর থেকে শীতের কাপড় কিনতে নিউমার্কেট আসছেন আবদুল আজিজ। তিনি বলেন, এলাকায় প্রচুর শীত পরেছে। আর এলাকায় তেমন ভালো কাপড় পাওয়া যায় না। আবার দামও অনেক বেশি, তাই ঢাকায় আসছি পরিবারের সকলের জন্য পছন্দ করে কাপড় কিনেছি। মোহাম্মদপুর থেকে আসছেন সবুজ বিশ্বাস। তিনি বলেন, আমি অন্য কাজে আসছি নিউমার্কেট। তাছাড়া কয়েকদিন ধরে যেই শীত পরেছে কাপড় দরকার ছিল। এখানে আসার পর শীতের কাপড় পছন্দ হয়েছে তাই দুটি কিনে নিয়ে যাচ্ছি।
নতুনসময়/আইকে