ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


গাজীপুরে কভারভ্যানসহ চোরাই কাঠ জব্দ আটক-৪


২৩ ডিসেম্বর ২০১৯ ০২:২৪

ছবি সংগৃহীত

গাজীপুরে বিভিন্ন প্রজাতির সরকারী গাছের কাঠ উদ্ধার করেছে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি। জামালপুর থেকে বনবিভাগের সরকারী গাছ কর্তন করে ঢাকা বিক্রি করার উদ্দ্যেশে নেওয়ার পথে কাঠ ভর্তি গাড়ীসহ চারজনকে আটক করে পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয় । এ সময় আনুমানিক ১৫০ঘনফুট স’মিলের চিরাই কাঠ যার বাজার মূল্য আনুমানিক ৭৫হাজার টাকা ও একটি মের্সাস রাফি কার্গো সার্ভিস নামের কভার ভ্যান (ঢাকা মেট্রো ট ২২-৭৪৫৬) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার প্যাকুল্যা গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ইদ্রিছ আলী (৫৫), একই এলাকার হযরত আলীর ছেলে মতিউর রহমান (৫২), মৃত আ: গফুরের ছেলে হাসেন আলী (৫৫) ও পরিবহনের চালক কুমিল্লার নাঙ্গলকোট থানার লক্ষিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরনবী (২৬)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে চোরাই কাঠ উদ্ধার করা হয়। অভিযুক্তদের (মামলা নং-২২) দিয়ে রবিবার গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।