ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ৩


২২ ডিসেম্বর ২০১৯ ২৩:১২

গত শুক্রবার পাঁচ বাংলাদেশি নিজেদের প্রাইভেট গাড়ীতে করে সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার সময় স্থানীয় সময় রাত ৮টার দিকে আল হামিনাহ নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। এতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন। বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাহ উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত এবং আহতদের পরিচয় প্রকাশ করেছেন। নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বন্দর ঝাউতলা গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ফাহিম, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান জানান, বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ, পার্শ্ববর্তী পিছকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম, মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, পার্শ্ববর্তী ধামগড় ইউপি জাঙ্গাল গ্রামের মতিউর রহমান ও বন্দর ভূঁইয়াবাড়ি এলাকার সালাউদ্দিনের মেজবাহ উদ্দিন ফাহিম তিন বছর পূর্বে মাছের আড়তের কাজে সৌদি আরবে যায়। মাছের বকেয়া টাকা আনতে একটি প্রাইভেট কার দিয়ে শুক্রবার জেদ্দা থেকে মদিনা পৌঁছান।

আহতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, আলম এর ছেলে মতিউর রহমান এবং হারুজ মিয়ার ছেলে সেলিম। আহতরা আল হামিনাহ এবং কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হতাহতদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনি পরামর্শ ও সহায়তার দেয়ার কথা জানিয়েছে।

নতুনসময়/আইকে