ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


আশুলিয়ায় আবাসিক গ্যাস বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে


২২ ডিসেম্বর ২০১৯ ২২:১৮

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার সন্নিকটে আশুলিয়া একটি শিল্প এলাকা। ফলে এখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠানে আবাসিক গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় যে বাইপাইল গাজিরচট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেমন চায়ের দোকান হোটেল-রেস্তোরাঁ তে আবাসিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে। এবং অনেক বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে।

এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস কর্মকর্তা আব্দুল মান্নান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরনের কর্মকাণ্ড সম্পন্ন অবৈধ। তিনি আরো জানান এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।