উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার পালংখালীর নলবনিয়া এলাকায় শনিবার ভোরে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতরা রোহিঙ্গারা হলো-উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (৩০) ও মোহাম্মদ শাহাজান (৩৬)। ঘটনাস্থল থেকে ১টি এক নলা বন্দুক, ৪০ হাজার ইয়াবা ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কয়েকজন পাচারকারী মিয়নমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্ত পার হয়ে উখিয়ার পালংখালী নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ওই দুই রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর বলেন, নিহত ২ রোহিঙ্গা যুবকের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।