ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় ভারতীয় নাগরিকের মৃত্যু


২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৮

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তপন বিশ্বাস আজ শনিবার সকলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তপন বিশ্বাস ভারতের নদীয়া জেলার দক্ষিণ চব্বিশ পরগোনার জেলার ঘোলা থানার গুববেড়িয়া গ্রামের অমর বিশ্বাসের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত তপন বিশ্বাসের ব্যবসায়ীক পার্টনার রামচন্দ্র দাস জানান, ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার ঘোলা থানার গুববেড়িয়া গ্রামের অমর বিশ্বাসের ছেলে (৪২) ব্যাবসায়ীক কাজে বাংলাদেশে আসেন (পাসপোর্ট নং-জেড-৫২২৪৯০৬)। রাতে দর্শনা বাসস্ট্যান্ড হিমেল আবাসিক হোটেলে রাত্রী যাপনের জন্য রুম বরাদ্দ নেন তিনি। পরে চা’পানের উদ্দ্যেশে রুম থেকে বের হয়ে দর্শনা বাসসট্যান্ড চৌরাস্তার মোড়ে মিলনের চা’য়ের দোকানের সামনে পৌঁছালে হিজলগাড়ি থেকে আসা আখ বোঝাই কেরুজ চিনিকলের একটি ট্রাক্টর (রেজিঃ নং-(কুষ্টিয়া-ই-৩) এর ট্রলির হিচিং ভেঙ্গে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাক্টরের ট্রলির ধাক্কায় পথচারী ভারতীয় নাগরিক তপন ছিটকে মাটিতে লুটিয়ে পড়লে একটি ট্রলির চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। এসময় তপন মারাত্বক ভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে আজ শনিবার ভোরে মারা যান তিনি।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নতুনসময়/আইকে