ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বাসের ধাক্কায় বৃদ্ধের প্রাণ গেল রাজধানীতে


২০ ডিসেম্বর ২০১৯ ০০:১৪

রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় থাকতেন তিনি।

নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তার বাবা। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পেয়ে বাবাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, রাস্তা পার হওয়ার সময় আসাদগেটের কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তাঁর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এসআই সুজন আরো বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক।

নতুনসময়/আইকে