ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ঘন কুয়াশায় ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের


১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০২

ময়মনসিংহের তারাকান্দায় শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালকের নাম জানা গেছে। তিনি হলেন তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন রুবেল মিয়া। পথে হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় অটোরিকশাটিকে চাপা দিলে চালক রুবেল মিয়া ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নতুনসময়/আইকে