হিমছড়ির সেই কটেজে যৌথ অভিযান

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির যে কটেজে অষ্ট্রেলিয়ান তরুনী ধর্ষণের চেষ্টা করা হয়েছে সেখানে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মারমেইড ক্যাফের ওই কটেজটি ছিল মদের বোতল দিয়ে সাজানো। বুধবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন-মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছাইথোইলা চৌধুরী, পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রতিদিনকে মুঠোফোনে বলেন-মূলত মারমেইড ক্যাফের ওই কটেজটিতে অভিযান চালানো হয়েছে সেটি ব্যক্তি মালিকাধীন জমিতে নাকি খাস জমিতে অবস্থিত। অভিযান পরিচালনাকালে দেখা গেছে কটেজটি খাস জমিতে নির্মিত।