রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গান্দিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. শওকত আলী জোয়ার্দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার এবং ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নতুনসময়/আইকে