কক্সবাজারে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় যাত্রীবাহি সৌদিয়া ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘটে। নিহতরা হলেন-খুটাখালী ইউনিয়নের হেতালিয়া পাহাড় এলাকার মৃত ছাবের আহমদের পুত্র সিএনজি চালক নুরুল আলম নুরু (৩৩) ও তার পুত্র স্থানীয় জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র মনুর আলম (৮)। গুরুত্বর আহতরা হলেন-নিহত সিএনজির চালক নুরুর স্ত্রী ময়কুন নাহার, তার ছোট পুত্র আবদু রহিম ও মামাত ভাই নুরুল আলম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-সিএনজি চালক নুরু ঘটনার সময় নিজেই সিএনজি চালিয়ে পরিবারের সব সদস্যকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মইক্ক্যাঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী যাত্রীবাহি সৌদিয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক নুরু ও তার পুত্র মনুর আলমের। খুটাখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম জানান-নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।