ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহত বেড়ে ২০


১৯ ডিসেম্বর ২০১৯ ০১:৪২

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সোহান (১৯) নামে আরও এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সোহানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

গত বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ঘটনাস্থলে আর ১৯ জন হাসপাতালে মারা যান। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলম ও রাজ্জাকের ছোট ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে কারখানা মালিক মো. নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুনসময়/আইকে