ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


বঙ্গবন্ধুর ম্যুরালের ফুল নষ্ট: প্রতিবন্ধীসহ পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার


১৮ ডিসেম্বর ২০১৯ ২৩:২০

রংপুরে বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দেয়া শ্রদ্ধাঞ্জলির ফুল নষ্টের ঘটনায় এক প্রতিবন্ধীসহ দুইজনকে গ্রেফতার করেছে। নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম জানান, সোমবার রাতে বঙ্গবন্ধুর ম্যুরালে দেয়া শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা থেকে বাঁশের লাঠি ও ককশিট নিয়ে বিক্রি করে দেয়া হয়।

এর প্রতিবাদে গতকাল সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতারা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিচ্ছন্নতাকর্মী ছখিনা বেগম ও প্রতিবন্ধী আকাশকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

নতুনসময়/আইকে