ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


৩৬ ঘন্টার মধ্যে মারা গেলেন একই কমিটির ৩ আ’লীগ নেতা


১৮ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৭

মাত্র ৩৬ ঘন্টার মধ্যে একই কমিটিতে দায়িত্বপালনরত তিন আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এই করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক নুরুল আসলাম (৪৮), একই কমিটির শ্রমবিষয়ক সম্পাদক সাধনচন্দ্র দাস (৫৫) ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারান দে (৪৫)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ১০টায় সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছেন নুরুল ইসলাম, সোমবার (১৬ ডিসেম্বর) নিজ বাড়িতে মারা গেছেন সাধনচন্দ্র দাস ও রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সদরের ভাড়াটিয়া বাসায় মারা যান হারান দে।

তাদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দুছ আলী ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নতুনসময়/আইকে