রামপুরায় বস্তিতে ভয়াবহ আগুন, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

রাজধানীর রামপুরায় বাগিচারটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বস্তিবাসী বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগার কথা ধারণা করলেও ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি। হঠাৎ লাগা আগুনে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বস্তির মানুষগুলো। চোখের পলকে লেলিহান আগুন মুহূর্তেই গ্রাস করেছে তাদের আশ্রয়স্থল। ডিসেম্বরের প্রচণ্ড শীতে তাই খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে তাদের।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১টার দিকে রাজধানীর রামপুরার বাগিচারটেক বস্তির একটি ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। এতে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোন কারন জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. মোস্তফা মহসীন জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চেয়েছে বস্তিবাসী।
নতুনসময়/আইকে