মোহনপুরে বিজয় দিবসে নতুন সময় টেলিভিশনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ

রাজশাহীর মোহনপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘‘নতুন সময় টেলিভিশনের’’ পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পন করা হয়েছে। এ সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম, আত্রাই ডিগ্রী কলেজের প্রভাষক পরিমল মিশ্র, ব্যাংকার বেনজামিন মূর্মূ, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, নতুন সময় টেলিভিশন ভ্রাম্যমান প্রতিনিধি আর কে রতন, সোনালী সংবাদ মোহনপুর উপজেলা প্রতিনিধি এমএম মামুন, নতুন সময় টেলিভিশন মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই সময় বাংলাদেশ উপজেলা পূজা উদযাপন পরিষদ মোহনপুর উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি তপন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আর কে রতন, নিখিল প্রামানিক, স্বপন কুমার, তপন কুমার, জনি কুমার, টনি কুমার, শুভজিত কুমার প্রমূখ।