এবার আগুন কাটাবন মার্কেটে

অল্প সময়ের ব্যবধানে আগুন লাগল আরেকটি জায়গায়। এবার আগুন লেগেছে কাটাবনের ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে যা পশুপাখির মার্কেট নামে পরিচিত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আনুমানিক রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, আগুন লেগেছে একটি ফ্যান কারখানায়। কারখানাটি ঢাকার অদূরে গাজীপুরের হারিনালে অবস্থিত। আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যায় আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ১০ জন। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায় নি। এর আগে, আনুমানিক সন্ধ্যা ছয়টায় কারখানায় আগুনটি ছড়িয়ে পড়ে। এর আগে, কেরানিগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন লেগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ১৯ জন।