ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাত হচ্ছে না আজ


১৫ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনদের আজ শনিবার (১৪ ডিসেম্বর) সাক্ষাত করার কথা থাকলেও আজকে আর দেখা করতে যাওয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চত করেন।

শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও জেল কর্তৃপক্ষ সাক্ষাতটি বাতিল করেছেন। তাই তারা আজকে যাচ্ছেন না, আগামী ১৬ ডিসেম্বর স্বজনরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্বাক্ষাৎ করবেন। ১৫ দিন পরপর বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও দীর্ঘ এক মাস পর তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

নতুনসময়/আইকে