ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার নির্বাহী কমিটির অভিষেক ২০১৯


১৩ ডিসেম্বর ২০১৯ ২৩:২৪

ছবি সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ মিলনায়তন, আইডিইবি ভবন, কাকরাইলে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার ২০১৯-২০ সালের নব-নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জি: মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া পারভীন খানম, সংসদ সদস্য ও উম্মে ফাতেমা নাজমা বেগম সংসদ সদস্য। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সাধারণ সম্পাদক রুজিনা সুলতানা। ৭১ জন সদস্য বিশিষ্ট কমিটির সকলকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, একটি আধুনিক রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার মতো যুব সম্প্রদায়কে গড়ে তোলাই এ সমিতির উদ্দেশ্য। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ এমদাদুল হক, সাংগঠনিক সচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম, সাংগঠনিক সচিব এড: রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মো: আব্দুল আল মাসুম, কৃষি বিষয়ক সচিব মো: রাজিবুর রহমান তারা, নির্বাহী সদস্য জহরুল আলমসহ আরও অনেকে।