রাজধানীর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ১৬

রাজধানী ঢাকায় আগুন লাগা থামছেই না। এবার আগুন লাগল একটি প্লাস্টিক কারখানায়। কারখানাটি কেরানিগঞ্জের হিজলতলী বাজারে অবস্থিত। আগুন সেখানে ভয়াবহভাবে ছড়িয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক বিকেল চারটায় এ আগুন লাগে। এখন পর্যন্ত ১৬ জন দগ্ধ হয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। এখনো আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায় নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে