ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


মানিকগঞ্জে জাতীয় ভ্যাট দিবস পালিত


১১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৮

ছবি সংগৃহীত

১০ই ডিসেম্বর, জাতীয় ভ্যাট দিবস। এই উপলক্ষ্যে মানিকগঞ্জ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভ্যাট র‌্যালি বের করে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয় ‌। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় র‌্যালিতে মানিকগঞ্জ কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ খানের নেতৃত্বে মানিকগঞ্জ সার্কেলের কর্মকর্তা নুরুল আনোয়ার খান, শিবালয় সার্কেলের কর্মকর্তা মোঃ এনামুল হকসহ স্টেক হোল্ডাররা অংশ নেয়।

পরে মানিকগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা নিয়মিত ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরনে সকলের সহযোগীতা কামনা করেন।