প্রকাশ্যে ধুমপান করায় ৩ যুবককে অর্থদণ্ড

চাঁদপুরে প্রকাশ্যে ধুমপান করায় ৩ যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় শহরের কোর্টস্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও মাহফুজুর রহমান। ভ্রাম্যমান আদালত ৩ যুবকের প্রত্যেকে ধুমপান করায় ৩০০ টাকা করে জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, জয় (৩০), রিয়াদ (৩২) ও সৌরভ (৩৪)।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের কোর্টস্টেশনের প্লাটফর্মে প্রতিদিনই কিছু যুবক রাত জেগে ধুমপান করে এমন সংবাদে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাটফর্মে ১টি সিএনজিচালিত অটোরিকশা অবস্থান করায় সর্তক করে দেন এবং প্লাটর্ফমে অবস্থিত হোটেল ক্যাফে জামানের খাদ্যের মান পরীক্ষা করেন।