ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ইমন হত্যা : কুষ্টিয়ার সেই পুনর্বাসন কেন্দ্র সিলগালা করেছে প্রশাসন


২৮ নভেম্বর ২০১৯ ২৩:৩৩

কুষ্টিয়ার মিরপুরে ‘সমর্পণ মাদকাসক্তি, মানসিক চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র’ সিলগালা করেছে প্রশাসন। সেই সঙ্গে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আব্দুল মতিন ও তার শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় মিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল হাসান। তিনি জানান, বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হলো। চিকিৎসাধীন ৯ রোগীর মধ্যে ৬ জন রোগীকে পরিবারের নিকট হস্তান্তর এবং বাকি তিনজনকে কুষ্টিয়াস্থ ‘ফেরা মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে জানান, ঈমনের রহস্যজনক মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আজিজুল হক জানান, এ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এছাড়াও ঈমন হত্যার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। আরো তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠান ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর সকালে ওই প্রতিষ্ঠানে চিকিৎসাধীন কাদেরপুর গ্রামের এজাজুল আজিম রিপনের ছেলে ইমনের (২০) রহস্যজনক মৃত্যু হয়। ওই প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজে ইমনকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

নতুনসময়/আইকে