বিনা টিকিটে ট্রেনে উঠে বিপাকে ১৯৫৪ যাত্রী

বিনা টিকিটে ট্রেনে চড়ায় ১ হাজার ৯৫৪ ট্রেনযাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ঢাকা রেলওয়ে দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার ৯০০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোকে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ব্লক চেকিং করা হয়। চেকিংয়ে মোট ৪৪টি আন্তনগর ট্রেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করা হয়। ঢাকা বিভাগীয় রেলওয়ে দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শওকত জামিল মোহসীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শওকত জামিল মোহসী গণমাধ্যমকে জানান, কিছু ট্রেনযাত্রী রয়েছে, যারা টিকিট না কেটেই ট্রেনে চড়েন। তবে নিয়মিত চেকিং প্রোগ্রাম চালু রাখলে ট্রেনে কোনো যাত্রী বিনা টিকিটে যাত্রা করবেন না আশা করে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।