৪৬ ঘণ্টা পর শিশু ইফতেখার নিথর দেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ধসে পড়া সেই ভবন থেকে অবশেষে নিখোঁজ শিশু ইফতেখার আহমেদ ওয়াজিদকে ৪৬ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় তাকে ভবনের একটি দেয়ালের নিচ থেকে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়। দেয়ালের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করা বা সন্ধান পেতে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। গত রবিবার বিকালে মুন্সীবাড়ি এলাকার এইচ এম ম্যানশন ভবনটি ধসে পড়ে। ভবনটির মালিক মৃত আব্দুর রউফ মিয়ার ৪ সন্তান।
ওয়াজিদের বাবা রুবেল জানান, তার ছেলে ওই ভবনটির নিচতলায় সোনিয়া নামে এক নারীর কাছে আরবী পড়তে যায়। এসময় ভবন ধসে পড়লে সে আটকা পড়ে।
ফায়ার সার্ভিসে অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের অফিসার বেলাল জানান, আমরা উদ্ধার অভিযানের এক পর্যায়ে দেয়াল ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে নিচের দিকের দেয়ালের নিচে চাপা পড়া ওয়াজিদের পায়ের সন্ধান পাই। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। তবে অনেক চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।