হাকিমপুর থানার ওসিসহ ১২ কর্মকর্তার একযোগে বদলি

ঘুষ দূর্নীতি অনিয়ম এবং মাদক ব্যবসায়ীদের পরোক্ষ সহযোগীতার গুরুতর অভিযোগে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানার ওসিসহ ১২জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসনিক কারনে তাদের বদলি করা হয়েছে।
তবে এলাকার স্থানীয় লোকজন বলছেন, থানায় ওসি হিসেবে আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই এলাকায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠে। পাশাপাশি নিরিহ লোকদের গ্রেপ্তারের নামে ব্যাপক বাণিজ্যে মেতে ওঠে থানার কয়েকজন কর্মকর্তা। এ কারণে এলাকার লোকজনের থানা পুলিশের প্রতি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সূত্র জানায়, থানা পুলিশের এ সকল অভিযোগ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিকট গেলে তারা তদন্ত করে। তদন্তে এ সকল অভিযোগ পাওয়ায় একযোগে তাদের বদলির আদেশ দেয়া হয়।
হাকিমপুর থানার(ওসি,তদন্ত) রেজাউল করিম জানান,হঠাৎ করে প্রশাসনিক কারণে গত ২৯ ও ৩১ অক্টোবর দুদফায় হাকিমপুর থানার ওসিসহ এক সাথে ১২ অফিসারের অন্যত্র বদলি হওয়ায় থানায় সাময়িকভাবে জনবল স্বল্পতা দেখা দিয়েছে।তবে আগামী দু’এক দিনের মধ্যেই সব পূরণ হয়ে যাবে।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, প্রশাসনিক কারণে তাদের বদলি করা হয়েছে।