ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মামলার রায়ের দিন ফুল ফুটেছে নুসরাতের কবরে


২৫ অক্টোবর ২০১৯ ০৪:০৯

বৃহস্পতিবার নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ের দিন তার কবরে লাল ও সাদা গোলাপ ফোটার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী আলোচিত নুসরাত জাহান রাফির কবরে লাল ও সাদা গোলাপ ফুটেছে, এমন কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে।

ছবিগুলো শেয়ার করা ছাড়াও ফেসবুক ব্যবহারকারীরা একটি স্ট্যাটাসও কপিপেস্ট করছেন, সেটি হলো- ‘রাফি হত্যা মামলার রায়ের দিনে ফুল ফুটেছে কবরে, ফেনীর আদালত থাকবে সারাদেশের মানুষের নজরে’।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ করেন। এই ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হয়। ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসার কেন্দ্রে যান নুসরাত। এসময় তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।

১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়। এই ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

নতুনসময়/আইকে