ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ফুলগাজীতে বাস উল্টে খাদে : আহত ৪


৯ আগস্ট ২০১৯ ২২:৫৮

নতুনসময়

ফুলগাজীতে শাহিন এন্টারপ্রাইজ (চট্টগ্রাম -জ -০৮২২) নামে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের নামঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্হানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

শুক্রবার (৯ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে ফেনী-পরশুরাম সড়কের উত্তর আনন্দ পুর এলাকায় এঘটনা ঘটে।
খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ফেনী থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ফেনী গামী বাসটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে যায়।

ফুলগাজী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৪/১৫ জন যাত্রী ছিল। পুলিশ বাসটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।