ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


আশুলিয়ায় মহাসড়কে যান চলাচলে ধীরগতি


৯ আগস্ট ২০১৯ ০৪:২৯

আশুলিয়ায় বিভিন্ন মহাসড়কে ধীরগতিতে যানচলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিভিন্ন মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।

দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীরিপুর বাসষ্ট্যান্ড হতে বাইপাইল ত্রিমোড় পর্যন্ত এবং বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে উভয় লেনে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

চালকরা জানান, বৃষ্টির কারণে সকাল থেকেই যানবাহনের ধীরগতি ছিল। এছাড়া সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। ঈদ ঘনিয়ে আসায় সড়কগুলোতে গাড়ির চাপ বেড়েছে দিগুণ।

এবিষয়ে সাভারের ট্রাফিক ইনচার্জ (টিআই) আবুল হোসেন বলেন, সপ্তাহের শেষ দিন হওয়ায় মানুষ বাড়ি যেতে শুরু করেছে। এতে গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। তাছাড়া জামগড়া এলাকায় একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় একারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেজন্য আমাদের পুলিশ সুপার মহদয় নির্দেশ দিয়েছেন।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।